২৯ ডিসেম্বর, ২০২২ ১৮:৩৯

সখীপুরে নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সখীপুরে নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা

টাঙ্গাইলের সখীপুরে নানা পেশা শেণির মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন নব যোগদানকৃত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃন্দ, কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এ সময় সখীপুর তথা টাঙ্গাইল জেলার সার্বিক বিষয়ে নিয়ে ভালোভাবে কাজ করার  লক্ষ্য নিয়ে বক্তৃতা করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। এর আগে সখীপুরের ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত উদ্যান ‘অস্তিত্বে সখীপুর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।

উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকৌশলী তাবাসসুম বিনতে ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধের কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এমও গনি প্রমুখ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর