নোয়াখালীর সেনবাগে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বসতঘরে থাকা শাহাদাত হোসেন (১০) নামে এক শিশু আগুনে দগ্ধ হয়েছে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার ভোরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের জাইল্লা বাড়ি ওরফে আবদুল ওহাব মাস্টার পুরান বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজাদ নামে এক ফল ব্যবসায়ীকে ওই বাড়িতে থাকতে দেয় বাড়ির মালিক আব্দুল ওয়াব মাস্টার। সোমবার ভোরে তিনি প্রতিবেশী জাকেরের ছেলে শাহাদাতকে ঘরে রেখে তার ছেলেকে নিয়ে বাজারে ফল ক্রয় করতে যান।
এরপর প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন বসতঘর আগুন লাগার খবর। পরে স্থানীযরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত ততক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা শিশু আগুনে দগ্ধ হয়। অগ্নিকাণ্ডে ভুক্তভোগীর বেশ ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, বিষয়টি সম্পর্কে ওসি সাহেব ভালো জানেন। তাকে ফোন দেওয়ার পরামর্শ দেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই