ফরিদপুরের মধুখালী উপজেলার জিহাদ শেখ জয় (১৬) নামের এক অটোভ্যান চালককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বুধবার সকালে মধুখালীর জাহাপুর ইউনিয়নের চরমুরারদিয়া ব্রীজ সংলগ্ন রাস্তার পাশ থেকে জয়ের লাশ মধুখালী থানা পুলিশ উদ্ধার করে। নিহত জয়ের বাড়ী মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া মধ্যপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত লালু শেখ।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, জয় গত মঙ্গলবার বিকেলে ব্যাটারী চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হবার পর নিখোঁজ ছিল। এসময় জয়ের স্বজনেরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়রা রাস্তার পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের সংবাদ পেয়ে জয়ের স্বজনেরা থানায় গিয়ে লাশটি জয়ের বলে সনাক্ত করেন। স্থানীয়রা জানান, লাশের গায়ে ধারালো ছুরি দিয়ে আঘাতের একাধিক চিহৃ ছিল। দৃবৃর্ত্তরা জয়কে হত্যা করে তার অটোভ্যানটি নিয়ে যায়।
নিহতের চাচা শুকুর আলী জানান, জয়ের বাবা স্থানীয় একটি ছাই মিলে কাজ করতো। বেশ কয়েক বছর আগে বিদ্যুৎস্পষ্টে সে মারা যায়। গত বছর তার মা জিয়াসমিন বেগম আরেকজনকে বিয়ে করে অন্যত্র চলে যায়। এরপর থেকে সে আমার কাছেই থাকতো।
মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম জানায়, খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম