রাজবাড়ী পাংশা উপজেলার চরাঞ্চলের হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ জিল্লুল হাকিমের উদ্যোগে উপজেলার হাবাসপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুন্ডুসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ জিল্লুল হাকিম বলেন, পাংশা উপজেলার ও পৌরসভার বিভিন্ন স্থানে ১ হাজার ৫০০, কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৮০০ এবং বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্রদের মধ্যে ৮০০ কম্বল বিতরণ করা হবে। প্রতিটি ইউনিয়নের দলীয় চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের তালিকার মাধ্যমে হতদরিদ্রদের মধ্যে আগামী সাত দিনের মধ্যে কম্বল পৌঁছে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ