সাতক্ষীরায় তীব্র শীতে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের কষ্ট লাগবে জেলা পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় জেলা পরিষদ চত্বরে ৭ হাজার শীতার্তদের মাঝে উক্ত শীতবস্ত্র বিতরনের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়রম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশীদের সভাপতিত্বে এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মাহফুজা সুলতানা রুবি, অ্যাড. শাহানাজ পারভীন মিলি প্রমুখ।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠন থেকে এ সময় জানানো হয় সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ৭৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মোট ৭ হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে পর্যায়ক্রমে কম্বল বিতরন করা হবে।
বিডি প্রতিদিন/এএ