৫ জানুয়ারি, ২০২৩ ১৮:১৮

মুন্সিগঞ্জে জেসিকার হত্যাকারীদের বিচার দাবিতে সহপাঠী ও স্বজনদের মানববন্ধন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে জেসিকার হত্যাকারীদের বিচার দাবিতে সহপাঠী ও স্বজনদের মানববন্ধন

মুন্সিগঞ্জে কিশোরী জেসি মাহমুদ জেসিকার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেসির সহপাঠী ও স্বজনরা। 

বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে জেসির শিক্ষা প্রতিষ্ঠান মুন্সিগঞ্জ শহরের আলবার্ট ভিক্টোরিয়া যতিন্দ্র মোহন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তার সহপাঠী ও স্বজনরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা।

এ সময় মানববন্ধনে জেসির বড় ভাই জিদান মাহমুদ জেসির হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেন।

ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে জেসির সহপাঠী, স্বজনসহ শতাধিক মানুষ অংশ নেয়। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর