লালমনিরহাটের কালীগঞ্জ থানা এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে নাটোর থেকে উদ্ধার ও অপহরণকারী মোঃ হৃদয় চকিদারকে (২২) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার ভোর রাতে নলডাঙ্গা থানার মির্জাপুর দিয়ার গ্রাম থেকে তাকে গ্রেফতার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া হৃদয় চকিদার শরিয়তপুর জেলার জাজিরা থানার মাদবরকান্দি গ্রামের মৃত লাল মিয়া চৌকিদারের ছেলে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, গত ১ জানুয়ারি সকাল অনুমান ৯টার সময় লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার দলগ্রাম গ্রামের একটি মেয়েকে মোঃ হৃদয় চকিদারসহ অন্যান্য আসামীগণ পরস্পরের সহযোগিতায় অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কালিগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনায় অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতারে অভিযানে নামে র্যাব। পরে তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান সনাক্ত করে নলডাঙ্গা থানার মির্জাপুর দিয়ার গ্রাম থেকে তাকে গ্রেফতার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামী ও ভিকটিমকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ