৫ জানুয়ারি, ২০২৩ ১৯:০৩

পটুয়াখালীর দুমকিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পটুয়াখালীর দুমকিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পটুয়াখালীর দুমকিতে ছয় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দুমকি উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের ছয় শতাধিক অসহায়, দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। 

বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা। 

অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা জানান, নিজস্ব অর্থায়নে পটুয়াখালী-১ (সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনের অসহায় দুস্থ গরিব শীতার্ত মানুষের মাঝে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে তিনি এসব কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে সাধারণ মানুষের পাশে থাকতে চান।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর