বান্দরবানের আলীকদমে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ৮০টি বার্মিজ গরু আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের শিরঝিরি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলামের নেতৃত্বে এ যৌথ অভিযানে নয়াপাড়ার শিরঝিরি এলাকায় ৮০টি বার্মিজ গরু জব্দ করা হয়। এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ৮০টি গরুর আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা। গরুগুলো বর্তমানে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে।
এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন