৮ জানুয়ারি, ২০২৩ ০৯:৪৬

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

অনলাইন ডেস্ক

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

ফাইল ছবি

শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ছয় ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) ভোর ৬টার দিকে কুয়াশায় ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়। এরআগে শনিবার দিনগত রাত ১২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ১২ থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় পদ্মা নদীর শরীয়তপুর লক্ষ্মীরচর চ্যানেলে কিশোরী নামের একটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে রোববার ভোর ৬টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর