অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া ও থাইল্যান্ড পাচারের পূর্ব মুহূর্তে ২৬ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। তারা সকলে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক। পাচারকাজে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো- সাবেকুন্নাহার (২৩), জাহেদ হোসেন (২০), আবদুর রহিম (৩৫), জাহেদ হোসেন (২৯) ও নুরুল ইসলাম (৬০)।
বৃহস্পতিবার দুপুরে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম এই তথ্য নিশ্চিত করে জানান, গত বুধবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে মানবপাচারের গোপন সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার আওতাধীন সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার শফিকের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ১৭ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৫ জন শিশুসহ ২৬ জনকে উদ্ধার করা হয়। তাদের সকলকে থাইল্যান্ড ও মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে এক জায়গায় জড়ো করা হয়েছিল। ঘটনাস্থল থেকে বেআইনিভাবে মানবপাচারে জড়িত ৪ জন পুরুষ ও ১ জন নারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃতদের নিকট হতে পাচারের উদ্দেশ্যে আদায়কৃত ৪২ হাজার ৫শ টাকা এবং ১টি ট্রলি ভর্তি কাপড় জব্দ করা হয়।
ওসি আরও জানান, মানবপাচারের এই চক্রটিকে গত ৭ দিন যাবত বিভিন্ন ছদ্মবেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল