জয়পুরহাট সঙ্গীত চক্রের তিন যুগপূর্তি অনুষ্ঠানোত্তর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে জয়পুরহাট পৌরসভা ভবনের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জয়পুরহাট সঙ্গীত চক্রের সভাপতি মাহমুদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে.এম.এ মামুন খান চিশতী, জয়পুরহাট সঙ্গীত চক্রের প্রধান উপদেষ্টা আব্দুল আজিজ মোল্লা, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হাক্কানি প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ