কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে ছয় রোহিঙ্গাকে কাজের কথা বলে বের করে মালয়েশিয়ায় মানবপাচারকারীদের হাতে তুলে দেয় একটি চক্র। ওই ছয় রোহিঙ্গা সাগরপথে মালয়েশিয়া যেতে অস্বীকৃতি জানালে মানবপাচারকারী তাদের বেধড়ক মারধর করে তিনলাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে তিন লাখ টাকা মুক্তিপণ পেয়ে ছেড়ে দেয়া হয় ছয় রোহিঙ্গাকে। মানবপাচারকারীদের মুক্তিপণ দিয়ে রক্ষা পাওয়া রোহিঙ্গারা হলেন টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের মো. জোহার, ফরওয়াজ, মো. নুর, জাহিদ হোসেন, নুরুল হক ও মো. ইদ্রিস।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের দাবি, গত শুক্রবার বিকালে ক্যাম্পের পার্শ্ববর্তী স্থানীয় বাসিন্দা বেলাল তাদের কাজের কথা বলে ক্যাম্প থেকে বের করে। পরে তাদের নিয়ে যাওয়া হয় টেকনাফ সদর ইউনিয়নের পল্লান পাড়া এলাকায়। সেখানে একদল দুর্বৃত্তের কাছে তাদের তুলে দেয়। দুর্বৃত্তরা তাৎক্ষণিক তাদের হাত পা বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু মালয়েশিয়া যেতে রাজি না হওয়াতে তাদের মারধর করে ছেড়ে দেয়ার জন্য জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার মুক্তিপণের টাকা স্থানীয় বেলালের হাতে দিলে তাদের ছেড়ে দেয়া হয়।
উদ্ধার রোহিঙ্গা মো. জোহার বলেন, আমাদেরকে যাদের কাছে তুলে দেয়া হয়েছে তারা মুলত মালয়েশিয়ায় সাগরপথে মানবপাচার করে। তারা প্রথমে আমাদের ২০ হাজার টাকা দিয়ে মালয়েশিয়া যাওয়ার কথা বলে। কিন্তু আমরা কেউ রাজি না হওয়াতে তারা আমাদের ক্ষতি করার হুমকি দেয়, মারধর করে। শেষে আমাদের ছেড়ে দেয়ার জন্য ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। আমরা ফোনে পরিবারের কাছে জানালে স্বজনরা ধার দেনা করে বেলালের কাছে টাকা দেয়। বেলাল টাকা বুঝে পাওয়ার বিষয়টি তাদের নিশ্চিত করলে মানবপাচারকারীরা আমাদের ছেড়ে দেয়।
এ ব্যাপারে জানতে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর পুলিশ সুপার (মিডিয়া) জামাল পাশা বলেন, অপহৃত ছয় রোহিঙ্গা মুক্তি পেয়েছে। এ ঘটনায় বেলাল নামের একজনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ