১৫ জানুয়ারি, ২০২৩ ২২:২১

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি:

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে রাবেয়া বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। কোটালীপাড়া থানার ভ্রাপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, রবিবার দুপুর দেড়টায় উপজেলার ঘাঘর বাজার থেকে প্রয়োজনীয় কেনাকাটা শেষে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে উপজেলার মহুয়া চত্তরের কাছে পৌছালে গলায় থাকা ওড়না পেঁচিয়ে ফাস লেগে যায়। 

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত গৃহবধূ উপজেলার বড় দক্ষিনপাড় গ্রামের মোয়াজ্জেম শেখের স্ত্রী।

বিডি প্রতিদিন/এএম

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর