১৮ জানুয়ারি, ২০২৩ ০৯:২৪

লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে ২৭ হাজার ইয়াবা জব্দ

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে ২৭ হাজার ইয়াবা জব্দ

ফাইল ছবি

লক্ষ্মীপুরে র‍্যাব-১১ এর অভিযানে ২৭ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব। 

র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন পূর্ব চর রমনী মোহন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‍্যাব। এতে প্রায় ৮১ লাখ টাকা মূল্যের ২৭ হাজারটি ইয়াবা জব্দ করা হয়েছে। মাদকগুলো টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে সমুদ্র পথে মাছ ধরার ট্রলারে করে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর