চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে তাদের গ্রেফতার করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলশ।
বিষয়টি নিশ্চিত করেছেন, সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
দেবাশীষ চৌধুরী বলেন, জানতে পেরেছি বিএনপি নেতা দিপ্তীসহ কয়েকজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তবে এ বিষয়ে ডিবি পুলিশ ভালো বলতে পারবে।
এদিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়ার মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন