কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং বিওপি চেকপোস্টের দায়িত্বরত সদস্যরা তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে।এসময় একটি মাইক্রোও জব্দ করা হয়েছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার (বিজিবিএম) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় হোয়াইক্যং বিওপির চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা কক্সবাজারগামী একটি নোহা মাইক্রো চেকপোস্টে পৌঁছালে চালকের আচরণে সন্দেহের সৃষ্টি হয়। তখন গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে গাড়ির এয়ার ক্লিনারের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৭ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তখন সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ড বাহারছড়ার কামাল হোছনের ছেলে মো. জসিম উদ্দিনকে (২৪) আটক করা হয়। এসময় ব্যবহৃত পাচারকাজে নোহা মাইক্রো এবং ব্যবহৃত মুঠোফোন ২টি জব্দ করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ও নোহা মাইক্রোসহ আটক চালককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা