১৮ জানুয়ারি, ২০২৩ ১৫:৩৮

মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে অবহিতকরণ সভা

বাগেরহাট প্রতিনিধি


মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ 
ঝুঁকি হ্রাসে অবহিতকরণ সভা

দেশের উপকূলীয়, চর ও হাওর এলাকা জলবায়ু পরিবর্তনে ঝুঁকি হৃাস ও জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির মোকাবেলায় মোংলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাণে মোংলা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। 

মোংলা উপজেলা নির্বাহী অফিসার দিপংকর দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, মোংলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহিন, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশনের উর্ধ্বতন উপদেষ্টা মো. ফজলুল হক, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির উপদেষ্টা ড. সামিয়া এ সেলিম প্রমুখ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর