গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মদনখালী এলাকায় সড়ক নির্মাণ কাজে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে সাবেক এক ইউপি সদস্য বাদলের বিরুদ্ধে। ওই ঘটনায় শুক্রবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ওই ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য শরিফ আল মামুন বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদের অর্থায়ণে মদনখালী এলাকায় ৪ শত মিটার সামাজিক কবরস্থান থেকে কোরবান আলীর বাড়ি পর্যন্ত সড়কটির নির্মাণ কাজ শুরু করা হয়। তার ধারাবাহিকতায় আজ সকালে কবরস্থানের পাশে দিয়ে সড়কটির নির্মান কাজ করতে যায় চলমান ইউপি সদস্য শরীফ আল মামুন। সড়কটির নির্মাণ কাজে লেবার লাগিয়ে চলে আসেন ইউপি সদস্য শরীফ আল মামুন। তার কিছুক্ষণ পর সাবেক ইউপি সদস্য বাদল সহ অজ্ঞাত ৫/৭ জন সড়কটির নির্মাণ কাজে বাধা দেয়।
ওই সড়কটি কাজ করতে গেলে চরাও হয় সাবেক ইউপি সদস্য বাদল। এক পর্যায়ে তাদেরকে মারধর করে আহত করে। আহতদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ইউপি সদস্য বাদল তাদেরকে মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায়। ওই ঘটনায় আহত ইয়াছিনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করেন। এ ঘটনায় শুক্রবার দুপুরে সড়ক র্নিমাণ কাজে বাধা দেওয়ার প্রতিবাদে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ বিষয়ে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ আল মামুন আবু বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করেন।
কোরবান আলী,দেলোয়ার হোসেন,আজহার মিয়া,আলিমুদ্দিন, সাইফুল ইসলাম জানান, এ সড়কটির কাজ সম্পূর্ণ হয়ে গেলে কয়েক গ্রামের মানুষ সহজে উপজেলায় যেতে পারবে। এমনি কি শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে স্কুল, কলেজে যায়। তবে আমাদের সরকারের কাছে একটাই দাবী যাতে করে দ্রুত সড়কটির কাজ সর্ম্পূণ হয়।
বোয়ালী পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ আল মামুন আবু জানান, সরকারের উন্নয়ন কাজে বাধা দেওয়া হয়েছে। তাই আমি বাদী হয়ে সাবেক ইউপির বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত একটি অভিযোগ দিয়েছি।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ (উপ-পরিদর্শক) সোহেল মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের লোকজনকে বুঝিয়ে শান্ত করা হয়েছে।
কালিয়াকৈর নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, মদনখালী সড়কের বিষয় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ