মৌলভীবাজরে সামাজিক সংগঠন স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থার এক যুগ পদার্পণ উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. বুরহান উদ্দিন রুপক ও সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক এমজাদ হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, সংগঠনের উপদেষ্ঠা আলহাজ নজমুল হক, মো. শামছুল ইসলাম, আলাল খান, প্রতিষ্ঠাতা সৈয়দ শাহেদ আলী ও নির্বাহী সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা সংগঠনের বিগত দিনের বিশেষ কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন এবং সংগঠন আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার কামনা করেন ও সহযোগিতার আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/এমআই