টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আরও এক মুসল্লিরর মৃত্যু হয়েছে। তার নাম আবু তাহের (৬৫)। তিনি কিশোরগঞ্জের সৈয়দ আলীর ছেলে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম। এ নিয়ে বিশ্ব ইজতেমার দুই পর্বে ১৪ মুসল্লির মৃত্যু হল। প্রথম পর্বে ৮ জন ও দ্বিতীয় পর্বে ৬ জনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/কালাম