বরিশালের উজিরপুরের সন্ধ্যা নদীতে অবৈধ জাল বিরোধী অভিযানে জেলেদের হামলায় ২ মাঠকর্মী আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে শিকারপুর সংলগ্ন সন্ধ্যা নদীতে এই ঘটনা ঘটে। আহত ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান তার অফিসের সহকারী ও মাঠকর্মীদের নিয়ে দুপুরে অবৈধ জাল উচ্ছেদ অভিযান চালান। দক্ষিণ শিকারপুর সন্ধ্যা নদী অতিক্রমকালে একটি নৌকাযোগে অজ্ঞাত ১০ থেকে ১৫ জন জেলে মৎস্য বিভাগের নৌকা ঘিরে ধরে। এ সময় তারা ওই নৌকায় ইট পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে কর্মীদের লাঠি দিয়ে পেটাতে শুরু করে।
হামলায় মাঠকর্মী শফিকুল ইসলাম রিপনের (৩৫) বাম হাতে এবং সাব্বির মৃধার (২৩) মাথায় রক্তাক্ত জখম হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান জানান, অভিযানে অবৈধ জাল এবং একটি টলার জব্দ হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল