রোমজাইপুর এলাকা থেকে অজ্ঞাত (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রামপাল থানা পুলিশ উপজেলার পেড়িখালী ইউনিয়নের রোমজাইপুর এলাকার নদীর চর থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করেছে।
রামপাল থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, মঙ্গলবার সকালে মোংলা-ঘোষিয়াখালী বঙ্গবন্ধু আর্ন্তজাতিক নৌ চ্যানেলের রামাপল উপজেলার পেড়িখালী ইউনিয়নের রোমজাইপুর এলাকার নদীর চরে আটকে থাকা একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে মধ্য বয়সী অজ্ঞাত নারীর লাশটি উদ্ধার করে। মহিলার পরনে একটি লাল পেটিকোট, গায়ে লালছে সোয়েটার ও গলায় জড়ানো কয়েকটি মালা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃতদেহটি হিন্দু সম্প্রদায়ের কোন মহিলার। মৃতদেহের শরীরে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রামপাল ও মোংলা সার্কেরের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবালসহ পিবিআই ও সিআইডি'র ক্রাইম সিনের সদস্যদের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত্যুর সঠিক কারন জানতে একটি অবমৃত্যুর মামলা রেকর্ড করে ময়না তদন্তের জন্য অজ্ঞাত পরিচয়ের মরদেহটি বাগেরহাট ২৫০ বেড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম