ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের ঘোড়ামারা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান খবর নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির নামপরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। তবে কোন পরিবহন তাকে চাপা দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএম