শিরোনাম
২৭ জানুয়ারি, ২০২৩ ২১:৩৩

তিনদিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

তিনদিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

কুয়াকাটা সৈকতের বালিয়াড়ীতে আনন্দ উন্মাদনায় মাতেন পর্যটকেরা

কুয়াকাটা সৈকতের বালিয়াড়ীতে আনন্দ উন্মাদনায় মাতলেন পর্যটকেরা। সৈকতের বেঞ্চে বসে তারা প্রাকৃতিক সৌন্দর্য  উপভোগ করছেন।

সাপ্তাহিক ছুটিসহ সরকারি তিনদিনের ছুটি কেন্দ্র করে কুয়াকাটায় বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ।

পর্যটক হাফিজুর রহমান জানান, তিনদিনের ছুটি উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে পরিবার-পরিজন নিয়ে কুয়াকাটায় ভ্রমণে এসেছেন। তারা বেশ আনন্দ উল্লাস করেছেন। সবকটি পর্যটন স্পট ঘুরে দেখেছেন।

পর্যটক রায়হান বলেন, বন্ধুদের সাথে কুয়াকাটায় এসেছেন। তিনি লাল কাঁকড়ার চরসহ বিভিন্ন পর্যটন স্পট ঘুরেছেন দেখেছেন। রায়হান বলেন, ‘খুবই ভালো লেগেছে।’

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, বৃহস্পতিবার পর্যটক কিছুটা কম থাকলেও শুক্রবার ব্যাপক পর্যটকের সমাগম হয়েছে। বেশিরভাগ হোটেলেই বুকিং রয়েছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ সাংবাদিকদের জানান, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবার কুয়াকাটায় বেশি পর্যটকের আনাগোনা। এ কারণে বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের টহল বাড়ানো হয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর