সিরাজগঞ্জের মালশাপাড়ায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেনসিডিলসহ বাবু শেখ (৪০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
শনিবার দিবাগত রাতে সদর উপজেলার চড় মালশাপাড়া গ্রামের আসামী বাবুর নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক আসামি চড় মালশাপাড়া এলাকার রফিক শেখের ছেলে।
শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামি দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে ফেনসিডিল সংগ্রহ করে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন