টাঙ্গাইলের সখীপুরে বনের জমি থেকে চুরি করে মাটি করাটার সময় একটি ভেকু জব্ধ করেছে স্থানীয় বনবিভাগ। শনিবার ভোর রাতে উপজেলার গজারিয়া কির্ত্তন খোলা পূর্বপাড়া এলাকা থেকে এ ভেকু জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন বলে জানায় কালিদাস বিট কর্মকর্তা মো. শাহআলম মিয়া।
জানা যায়, বনের জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করতেছিলো স্থানীয় একটি চক্র। খবর পেয়ে মধ্যেরাতেই কালিদাস বিটের বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হোন। বন কর্মকর্তাদের উপস্থিতি দেখে মাটি কাটার লোকজন পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ভেকু জব্দ করে বিট অফিসে নিয়ে আসে বন কর্মকর্তা।
হতেয়া রেঞ্জকর্মকর্তা আব্দুল আহাদ বলেন, অবৈধ ভাবে রাতের আঁধারে ভেকু দিয়ে সংরক্ষিত বনের জমি থেকে মাটি কাটার সময় একটি ভেকু জব্দ করা হয়েছ। এ ঘটনায় বন আইনে মামলা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ