পটুয়াখালীর দুমকিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট আফজাল হোসেন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
শনিবার সকালে দুমকি উপজেলা আ'লীগ কার্যালয়ে আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের সঞ্চালনায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ সভায় জেলা আ'লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, সহসভাপতি কাজী রুহুল আমীন, সৈয়দ মোহাম্মদ বাবর, আ'লীগের সদস্য মোঃ আমিনুল ইসলাম সালাম বিশেষ অতিথির বক্তৃতা করেণ। অন্যান্যের মধ্যে দুমকি উপজেলা আ'লীগের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান সিকদার, মজিবুর রহমান মাস্টার, সুলতান মোল্লা, ফোরকান আলী মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, আনিসুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, হুমায়ুন কবির মৃধা, ইউনুচ আলী মৃধা, দপ্তর সম্পাদক মাইনুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ