জয়পুরহাটে গোপন বৈঠক করার সময় জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে জেলার কালাই উপজেলার মোলামগাড়ীহাট এলাকায় ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজের একটি শ্রেণি কক্ষ থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন।
আটকরা হলেন- জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন জামায়াতের আমীর ও চেঁচুরিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুস সোবহান (৬১)। এছাড়া জামায়েতের সক্রিয় কর্মী থল গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে আবুল কালাম (৭১), মাত্রাই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আব্দুস সোবহান (৪৫)।
ওসি এসএম মঈনুদ্দীন বলেন, শনিবার দুপুরে কালাই উপজেলার মোলামগাড়ীহাট এলাকায় ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজের একটি শ্রেণী কক্ষে বসে নাশকতার উদ্দেশে নেতাকর্মীরা একটি গোপন বৈঠকে বসেছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিডি প্রতিদিন/এএম