বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসানউল্লাহ মাস্টার হলের নবনির্মিত গেট শনিবার দুপুরে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এসময় প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সাফল্য ও সুন্দরভাবে পরিচালনার জন্য ভাইস-চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার নিমিত্ত্বে কার্যকরী শিক্ষা ও গবেষণায় যথাযথ মনোনিবেশ করার আহবান জানান। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আহসানউল্লাহ মাস্টারসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এসময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, ডিনবৃন্দ, পরিচালকবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, রেজিস্ট্রারসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম