নেত্রকোনায় ফের বেড়েছে শীতের প্রকোপ। গত প্রায় এক সপ্তাহ কিছুটা শীত কম থাকলেও শনিবার (২৮ জানুয়ারি) রাত থেকে বেড়েছে শীতের তীব্রতা।
তাপমাত্রা বেশি না কমলেও কুয়াশাছন্ন পুরো শহর। রবিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টা পর্যন্ত দেখা মিলেনি সূর্যের আলোর। শহরের থানার মোড় ব্যাস্ত এলাকাতেও দেখা গেছে জনমানুষ শূন্য। সাথে বইছে হিমেল বাতাস। বেলা ১২টা বাজলেও একই অবস্থা চোখে পড়ে।
নাট্যকর্মী সালাহউদ্দিন খান রুবেল জানান, প্রচন্ড বাতাস। ঘন কুয়াশায় বাড়ির বাইরে যাওয়াই মুশকিল। এর মাঝে নিন্ম আয়ের মানুষদের বের হতেই হয়। যাদের না বের হলে চলে তারা বাইরে যাচ্ছে না এমনটাই জানালেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ