জনসাধারণের একতা, শান্তি ও সহযোগিতা জোরদারকরণে নেত্রকোনায় সামাজিক পরিবেশ উন্নয়নে খেলাধুলা বিষয়ক বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার আইইডি ঢাকার সহযোগিতায় জন-উদ্যোগের আয়োজনে পৌর শহরের কাটলী এলাকায় নারী প্রগতি সংঘ চত্বরে এই বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জন উদ্যোগের আহ্বায়ক হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, জনউদ্যোগ ফেলো সাংবাদিক শ্যামলেন্দু পাল ও আলপনা বেগমসহ অনেকেই।
পরে ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
বিডি প্রতিদিন/এমআই