‘এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে সিভিল সার্জন অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে শুরু করে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই প্রাঙ্গণে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। এতে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/এএ