৩০ জানুয়ারি, ২০২৩ ১৩:৪৫

বিদ্যালয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের চাপায় শিশু নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি:

বিদ্যালয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের চাপায় শিশু নিহত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের সামনে আজ লাশবাহী অ্যাম্বুলেন্সের চাপায় মাসাপ্রু মারমা (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সে গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ জানান, উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার সন্তান মাসাপ্রু মারমা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে স্কুলে আসার পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পার হতে গিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সের নিচে পড়ে যায়। তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশবাহী অ্যাম্বুলেন্সটির চালক তাৎক্ষণিক পালিয়ে যায়। 

নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে মানিকছড়ি থানার উপ-পরিদর্শক মো. আওলাদ হোসেন জানান, লাশের অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া নেবে পুলিশ।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর