৩০ জানুয়ারি, ২০২৩ ১৯:৫১

রংপুরে এলজিইডির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে এলজিইডির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানির ওপর সন্ত্রাসী  হামলার প্রতিবাদে ও হামলা কারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধ করেছেন রংপুরে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা। 

সোমবার  বিকেলে রংপুর এলজিইডি ভবনের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী, রংপুর বিভাগরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী অনিল চন্দ্র বর্মন, রংপুর কর আঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী আবু জাফর মোঃ তৌফিক হাসান সহ অন্যান্য প্রকৌশলীরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানিকে তার অফিস কক্ষে ঢুকে যারা সন্ত্রাসী কায়দায় আক্রমণ করা হয়েছে।  হামলাকারীদে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায়  এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর