শিরোনাম
৩১ জানুয়ারি, ২০২৩ ১৯:৩৫

ফুলপুরে ডেলিভারি বিষয়ে প্রাতিষ্ঠানিক সেবা নিশ্চিতকরণে সেমিনার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে ডেলিভারি বিষয়ে প্রাতিষ্ঠানিক সেবা নিশ্চিতকরণে সেমিনার

ময়মনসিংহের ফুলপুরে নবজাতক ডেলিভারি বিষয়ে প্রাতিষ্ঠানিক সেবা নিশ্চিতকরণে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, ফুলপুর-এর আয়োজনে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্প 'মামনি' ইউএসএআইডি ও সেভ দ্যা চিলড্রেন-এর সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে শতভাগ প্রাতিষ্ঠানিক সেবা নিশ্চিতকরণে 'বাড়িতে নয় প্রাতিষ্ঠানিক ডেলিভারি হোক আমাদের অঙ্গীকার' প্রতিপাদ্য বিষয়ে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগ, ময়মনসিংহ- এর পরিচালক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. ইসরাত জাহান, সিভিল সার্জন নজরুল ইসলাম, ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর