১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:১৪

দুমকিতে আজিজ আহম্মেদ কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকিতে আজিজ আহম্মেদ কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

পটুয়াখালীর দুমকিতে ঐতিহ্যবাহী আজিজ আহম্মেদ কলেজে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। 

বুধবার কলেজ অডিটোরিয়ামে সকাল ১১টায় অত্র কলেজে ভর্তিকৃত একাদশ শ্রেণির সকল বিভাগের ক্লাসের উদ্বোধন করেন অধ্যক্ষ মো. আহসানুল হক। এ সময় প্রতিটি বিভাগের প্রত্যেক ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানাতে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। 

ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক এবাদুল হক ও বাংলা বিষয়ের প্রভাষক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন অধ্যক্ষ মো.আহসানুল হক।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মোহাম্মদ মোশারেফ হোসেন। এ সময় সকল স্তরের শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষক-কর্মচারীবৃন্দসহ উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর