১ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:১৪

গাজীপুরে বনভূমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে বনভূমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

গাজীপুর কালিয়াকৈরে উচ্ছেদ অভিযান চালিয়ে এক একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত বনভূমির বতর্মান বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। 

বুধবার (০১ ফেবুয়ারি) সকালে ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের মৌচাক বিটের ভান্নারা বনফুল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ’র (সহকারী কমিশনার, ভূমি) নেতৃত্বে অভিযানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও কালিয়াকৈর থানা পুলিশ উপস্থিত ছিল।

কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, ভান্নানা বনফুল এলাকায় পাকা সড়কের পাশে এক একর বনভূমি তিন দশকের বেশি সময় ধরে বিভিন্ন ব্যক্তির দখলে ছিল। বিগত দিনে জবরদখলকারীদের স্বেচ্ছায় দখল ছেড়ে দিতে নোটিশ দেয়া হলেও এতে কেউ কর্ণপাত করেনি। 

তিনি আরও জানান, পরে বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমের নির্দেশনায় উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নেয়া হয়। অভিযানে সহকারী বন সংরক্ষক (এসিএফ) রেজাউল আলম ও রানা দেবসহ রাজেন্দ্রপুর, কাচিঘাটা এবং শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা-স্টাফরা উপস্থিত ছিল। উদ্ধারকৃত বনভূমিতে বনায়ন করা হবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর