চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত লোহাগাড়ার বিভিন্ন এলাকায় অভিযানের পর তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বেলাল উদ্দিন (২৪), মো. মিজান (২৪) ও আসিফুল ইসলাম (২২)। তারা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান জানান, গত কয়েক সপ্তাহে মোটরসাইকেল চুরির বেশ কয়েকটি অভিযোগ করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এসব অভিযোগ তদন্তে নেমে বুধবার দুপুরে আসিফুল ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যে রাতে বেলাল ও মিজানকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।ওসি জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যর ভিত্তিতে আটজনের নাম উল্লেখ করে এবং ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে চুরির মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
বিডিপ্রতিদিন/কবিরুল