কোটচাঁদপুর-জালাল সড়কের রঘুনাথপুর মাঠের কালভার্ট নামক স্থানে মাটিটানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাহমুদুল হাসান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন সাথে থাকা আরোহী রবি (২৪)। মুমূর্ষু অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে জালালপুর মাঠ থেকে মাটিবোঝাই একটি ট্রাক্টর কোটচাঁদপুরের দিকে আসছিল। ট্রাক্টরটি রঘুনাথপুরের কালভার্টের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মাহমুদুল ছিটকে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত মাহমুদুল ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ব্রিটিশ টোব্যাকো কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার পর ঘাতক ট্রাক্টরটি পালিয়ে যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল