মুন্সীগঞ্জের গজারিয়ায় গোসল করতে নদীর পানিতে নেমে ভেসে যায় দুই মাদ্রাসাছাত্র। তাদের মধ্যে একজন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে আরেকজন। নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।
নিখোঁজ মাদ্রাসাছাত্রের নাম শিহাব হাসান (১১)। সে হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের মোতালেব মিয়ার ছেলে। উদ্ধার হওয়া মাদ্রাসাছাত্রের নাম আব্দুল্লাহ আল তামিম (১০)। সে কুমিল্লার মুরাদনগর উপজেলার জহিরুল ইসলামের ছেলে।
সূত্র জানায়, তারা ভবানীপুর ইসলামিয়া আরবিয়া কবরস্থান মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। শুক্রবার সকাল ১১ টার দিকে নদীতে গোসল করতে যায় শিহাব ও আব্দুল্লাহ আল তামিম।গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার দুলাল ব্যানার্জি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। এখন পর্যন্ত নিখোঁজ মাদ্রাসাছাত্রের কোনো হদিস পাওয়া যায়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল