৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৩০

বরিশালে কৃষকদের নিয়ে মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে কৃষকদের নিয়ে মাঠ দিবস

বরিশালে তেলফসলের উন্নতজাত বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাবুগঞ্জ উপজেলার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের নিজস্ব মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু। 

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাসমান কৃষি প্রকল্পের পরিচালক ড. মো. মুস্তাফিজুর রহমান তালুকদার এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া। 

বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহমুদুল হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম, উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন-অর-রশিদ, এসএসও ড. মো. জিয়াউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা নাহিদ বিন রফিক। জেলার বাবুগঞ্জ, উজিরপুর, গৌরনদী এবং বানারীপাড়ার ৮০ জন কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

এ সময় কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। নিজেদের ভাগ্য উন্নয়নের কথা ভেবে কৃষিকাজে আরো সম্পৃক্ত হতে হবে। এখন আর খোরপোষের কৃষি নয়। কৃষিকে বাণিজ্যে পরিণত করতে হবে। প্রতি ইঞ্চি জমির ব্যবহার নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর আহবান বাস্তবায়নে তেলফসল অনন্য ভূমিকা রাখতে পারে। উৎপাদন বাড়াতে বারি উদ্ভাবিত জাতগুলো আবাদের পরামর্শ দেন তিনি।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর