৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৪১

আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের মাছ রফতানি শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের মাছ রফতানি শুরু

অবশেষে ভারতের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দেয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে মাছ রফতানি। সোমবার সকাল থেকে মাছ রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়। এদিন দুপুর ১টা পর্যন্ত ১২টি ট্রাকে করে প্রায় ৬৪ টন মাছ রফতানি হয় ভারতে।

ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার হস্তক্ষেপেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে নিষেধাজ্ঞার কারণে গত ১ ও ২ ফেব্রুয়ারি রফতানি বন্ধ থাকায় অন্তত দুই কোটি টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন তারা।

মাছ রফতানিকারক সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ টন বরফায়িত মাছ রফতানি হয় উত্তর-পূর্ব ভারতে। সপ্তাহের সোম থেকে বৃহস্পতিবার, এই চারদিন মাছ রফতানি হয়। প্রতি কেজি মাছ রফতানি হয় আড়াই মার্কিন ডলারে। মূলত মাছের ওপর ভর করেই টিকে আছে আখাউড়া স্থলবন্দরের রফতানি বাণিজ্য।

তবে মান যাচাইয়ে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল সংকটের কারণ দেখিয়ে ভারতের বিভিন্ন বন্দর দিয়ে মাছ, মাংস ও পোল্ট্রিজাত খাদ্য আমদানিতে এক মাসের জন্য নিষেধাজ্ঞা দেয় দেশটির নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ফলে গত ১ ফেব্রুয়ারি থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি বন্ধ হয়ে যায়। তবে এ নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব পড়ে ত্রিপুরার মাছের বাজারগুলোতে।

মূলত বাংলাদেশ থেকে আমদানিকৃত মাছের ওপর নির্ভরশীল ত্রিপুরা রাজ্যের আগরতলাসহ বিভিন্ন এলাকার বাজারগুলো। ফলে মাছের চাহিদা অনুযায়ী জোগান স্বাভাবিক রাখতে নিষেধাজ্ঞা প্রত্যাহারে হস্তক্ষেপ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্য সরকার থেকে চিঠি দিয়ে প্রত্যাহার তুলে নেওয়ার দাবি জানালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, ত্রিপুরায় মাছের যেন সংকট না হয়, সেজন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ফের মাছ রফতানি শুরু হয়েছে।

আখাউড়া স্থলবন্দরেরর সহকারী পরিচালক মো. আতিকুল ইসলাম জানান, ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া খাদ্য নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত ১ ফেব্রুয়ারি থেকে আগামী ১ মার্চ পর্যন্ত মাছ রফতানি বন্ধ রাখেন ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ। এরপর থেকে দু’দেশের ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে ও রাজ্য সরকারের অনুরোধে ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া এই বন্দর দিয়ে মাছ রফতানি নিষেধাজ্ঞা তুলে নিয়ে পুনরায মাছ রফতানির অনুমোদন দেয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর