বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর টোলপ্লাজায় টোল প্রদানের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা তিনটি গাড়ির পেছনে বাসের ধাক্কায় এক যাত্রী নিহত এবং ১১ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে ইচলাদী টোলপ্লাজায় একটি মাহেন্দ্র, একটি ট্রলি এবং একটি মাইক্রোবাস টোল দিচ্ছিল। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী একটি বাস ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি ছিটকে মহাসড়কের পাশে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় ট্রলি, মাইক্রোবাস এবং বাসটিও।
স্থানীয়রা আহত ১২ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্স এবং শের-ই বাংলা মেডিকেলে পাঠায়। বরিশালের পথে বাচ্চু সিকদার (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর ওই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে এবং থানা পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
বিডিপ্রতিদিন/কবিরুল