৭ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:৩২

বশেমুরকৃবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল সংক্রান্ত সভা

গাজীপুর প্রতিনিধি:

বশেমুরকৃবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল সংক্রান্ত সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নকল্পে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত্বে অংশীজনের সভা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এবং পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মো: আবিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অংশীজনের সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ প্রধান অতিথি এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং এপিএটিম লিডার প্রফেসর ড. এম. এয়নুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অংশীজনের সভায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২২-২৩), ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন, সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা কর্মপরিকল্পনা ও তথ্য অধিকার বিষয়ক কর্মপরিকল্পনা (২০২২-২৩) সহ মোট ৫টি কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এপিএ ফোকালপয়েন্ট ও উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আবু আল বাশার। অংশীজনের সভায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর