গাজীপুরের টঙ্গীতে ড্রেন থেকে এক কন্যা নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে টঙ্গীর আরিচপুর গাজীবাড়ি এলাকার একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দুপুরে ওই এলাকার একটি নির্মাণাধীন ড্রেনের পানি থেকে আনুমানিক দুই দিন বয়সী একটি নবজাতকের লাশ কে বা কারা ফেলে রেখে যায়। দুপুরে নির্মাণশ্রমিকরা ড্রেনের কাজ করতে গেলে নবজাতকের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম বলেন, নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা নবজাতককে ড্রেনে ফেলে গেছেন তা জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।
বিডি প্রতিদিন/কালাম