প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা এবং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মতিয়ার রহমান, সহকারী পরিচালক রওশন আলম, ডেপুটি কো অর্ডিনেটর মফিজুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার ২১০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন