নেত্রকোনায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল, পৌর মেয়র নজরুল ইসলাম খান ও সাংবাদিক আলপনা বেগমসহ অন্যরা। সভায় মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় সুশৃঙ্খল থাকার জন্য আহ্বান জানান বক্তারা।
এসময় জেলা প্রশাসক জানান, নিরাপত্তার প্রয়োজনে র্যাবের সহযোগিতা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই