খাগড়াছড়িতে টিকাদান কর্মসূচি (ইপিআই) আরো বেগবান করার লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের মুনিগ্রাম এলাকায় সুরেন্দ্র স্মৃতি জুনিয়র হাইস্কুল মাঠে এই কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তীর সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা, মেডিকেল অফিসার ডা. ক্যাচিংহ্লা মারমা ও ইউপি সদস্য জয়রাম চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে এক বছরের নিচে শিশুদের প্রথম টিকা গ্রহণের হার প্রায় ৯৯ শতাংশ। বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শতভাগ সাফল্যের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সাফল্য উল্লেখযোগ্য।
বিডি প্রতিদিন/এমআই