বগুড়ার কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনসহ চারজনের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরের দিকে বগুড়ার দায়রা জজ আদালতের বিচারক এ কে এম মোজাম্মেল হক চৌধুরী এ আদেশ দেন।
অপর দুই আসামি হলেন- উপজেলা বিএনপির সদস্য রুবেল ও বিএনপি নেতা মেহেদী হাসান পলাশ।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, গত ১৯ নভেম্বর রাতে কাহালু উপজেলার পাইকড় ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, মারপিট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তারা মূল আসামি। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাদের জামিন বাতিল করে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।
বিডি প্রতিদিন/আরাফাত